এর বৈজ্ঞানিক নাম ব্রেনিয়া ডিস্টিচা (Breynia disticha).
Phyllanthus বা আমলা পরিবারের সদস্য এই গাছটি তিন চার ফুট উঁচু হয় এবং বারবার ছেঁটে দিলে সুন্দর বেড়ার কাজ করে। আমাদের দেশের কামিনীর যেমন। স্নোবুশও কামিনীর মতোই ঘন পত্রবহুল ও চিরসবুজ গাছ। তবে কামিনীর বেড়ার একটি বাড়তি লাভ হলো গাছে ফুল ফুটলে সুগন্ধ ও সৌন্দর্যের শেষ থাকে না।
স্নোবুশেরও অবশ্য ছোট্ট ছোট্ট ফুল ফোটে। ফুলগুলি ভারী সুন্দর, প্রথমে সবুজ থাকে, পরে চাঁপা ফুলের মতো হলুদ রঙের হয়ে যায়। সে ফুল অবশ্য গন্ধহীন।
স্নোবুশের ডালপালার রং প্রথমে সবুজ হলেও পরে গোলাপি ও আরো পরে লাল হয়ে হয়ে যায়। সে তখন আরেক শোভা।
Comments
Post a Comment