উত্তর আমেরিকায় মাতৃভূমি এই অপূর্ব সুন্দর ফুলটির বাংলা নাম বসন্ত বিদায় বা বিদায় বসন্ত।
ইংরাজি নাম Farewell to Spring বা গডেশিয়া (Godetia). আর বৈজ্ঞানিক নাম Clarkia amoena.
কলকাতার আবহাওয়ায় অক্টোবরের মাঝামাঝি গাছ বসালে শীতের শুরুতেই ফুল ফুটতে শুরু করে।
অনেক রঙে পাওয়া যায়। তাদের সবার আবার বাহারি বাহারি নাম আছে। (যে কোনো নার্সারীতে পাওয়া যায়, বা পাড়ার ফুলওলাকে গডেশিয়া নাম বললে বা মোবাইলে ছবি দেখালে এনে দেয়, গাছ প্রতি ১৫/২০ টাকা দাম নেয়। প্রচুর রোদ আর অল্প জলেই গাছ ভালো থাকে। সরষে খোলের পচা ঝাঁঝহীন জল চলে।)
বাই কালার বসন্ত বিদায়-এর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। ফুটন্ত ফুলের সামনে পাটি পেড়ে বসে থাকতে হয়, আর ফুল কেমন করে বৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে একটু একটু করে চোখ মেলে সেই দৃশ্য দেখে যেতে হয়। আহা, তা কি ভাষায় বলার জিনিস!
বসন্ত বিদায়ের পাপড়িগুলি ফিনফিনে পাতলা। রোদের আলো যেন সে পাপড়ি চুঁয়ে গড়িয়ে পড়ে ওর বুকে। পপির কথা মনে পড়ে যায়।
ফুলের বুকে আছে দশটি পুংদন্ড, আর তাদের মধ্যমণি একটি চার মাথা গর্ভদন্ড। ফুলটি যখন হওয়ায় দোলে, গর্ভদন্ডটি নুয়ে পড়ে ফুলের বুকে, কচি ছেলেমেয়ে যেমন করে মায়ের বুকে মুখ গুঁজে দেয়, ঠিক তেমনি।
আমি শুধু দেখে যাই।
Comments
Post a Comment