শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে খুব পরিচিত এই পপি ফুলটির ডাক নাম আইসল্যান্ড পপি। তবে মজার কথা এই ফুলটি আইসল্যান্ড-এ ফোটে না। আইসল্যান্ড নামটি রাখা হয়েছে এটুকু বোঝানোর জন্য যে এটি মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলে শীতের দেশে ফোটে। কিন্তু কিছুতেই সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশের ওপরে ফুটতে পারে না।
এর বৈজ্ঞানিক নাম Papaver nudicaule.
ডেইজি বৈজ্ঞানিক নাম : Bellis perenni পরিচিতি: দেখতে সাদা, মাঝখানে হলুদ ছোট ছোট অসংখ্য পাপড়ি দিয়ে একটি চোখের মতো আকৃতি তৈরি করে। ডেই ডেইজি ফুলটি ভোর থেকেই ফোটে, একে বলা হয় “দিনের চোখ”। গুনাগুন: এর অনেক গুনাগুন রয়েছে, যেমন খাদ্য হিশেবে ডেইজি ফুলের পাতা সালাদের সাথে খাওয়া যায়, এর পাতার মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে। ওষুধি গুনের দিক থেকে রক্তক্ষরণ কমানো, বদহজম এবং কফ কমিয়ে দিতে সাহায্য করে। মৌমাছি ডেইজি ফুল খুব ভালবাসে এবং মধু তৈরিতে ভাল ভুমিকা রাখে।
Comments
Post a Comment