Putush, পুটুশ, Lantana (Lantana camara) / কুটুস ফুল
লান্টানা
বৈজ্ঞানিক নাম Lantana camara
পরিচিতি:
এটি Verbenaceae পরিবারের অন্তর্গত। গুল্ম জাতীয় ঝোপ আকৃতির গাছ। আদি নিবাস আমেরিকা। পাতা অমসৃণ ঘন সবুজ। ফুল খুব ছোট এবং আকর্ষণীয়। গাছে লাল, হলুদ ও হালকা বেগুনি মিশ্র রঙের ফুল ফোটে। লান্টানা গাছ ৬ থেকে ৮ মিটার লম্বা হয়। ভেষজগুণ সম্পন্ন এ ফুল গাছ চর্মরোগ ও জ্বর নিরাময়ে উপকারী। সাধারণত শরতের ফুল হলেও সারা বছর কিছু ফুটতে দেখা যায়।
বৈজ্ঞানিক নাম Lantana camara
পরিচিতি:
এটি Verbenaceae পরিবারের অন্তর্গত। গুল্ম জাতীয় ঝোপ আকৃতির গাছ। আদি নিবাস আমেরিকা। পাতা অমসৃণ ঘন সবুজ। ফুল খুব ছোট এবং আকর্ষণীয়। গাছে লাল, হলুদ ও হালকা বেগুনি মিশ্র রঙের ফুল ফোটে। লান্টানা গাছ ৬ থেকে ৮ মিটার লম্বা হয়। ভেষজগুণ সম্পন্ন এ ফুল গাছ চর্মরোগ ও জ্বর নিরাময়ে উপকারী। সাধারণত শরতের ফুল হলেও সারা বছর কিছু ফুটতে দেখা যায়।
সাধারণ, তবু কত সুন্দর, কত বাহার ওর ফুলে।
ইংরাজিতে এর অজস্র নাম, Trailing lantana, Creeping lantana, এমনকি Weeping lantana ও আছে।
ল্যান্টানা আসলে ভারবেনা পরিবারের ফুল। তবে সাধারণ ভারবেনার সঙ্গে এর অমিল অনেক।
ল্যান্টানার বৈজ্ঞানিক নাম Lantana montevidensis.
ল্যান্টানার পাতাগুলি দেখতে খসখসে হলেও অনুভবে মসৃণ ও নরম।
অঞ্চলভেদে নাম অনেক রকম হতে পারে।
এর নাম আমাদের medinipor e
বলে "ডগন ফুল" আবার "ভুতভইরা" ও বলা হয়।
অঞ্চলভেদে নাম অনেক রকম হতে পারে।
এর নাম আমাদের medinipor e
বলে "ডগন ফুল" আবার "ভুতভইরা" ও বলা হয়।
ফুলের নাম- ল্যান্টানা, ছত্রা, পুটুশ
বৈজ্ঞানিক নাম- Lantana camara
পরিবার- Verbenaceae
ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। বাংলাদেশে রেলপথের পাশে, চা বাগানে ও বন-জঙ্গলে অঢেল। লতান ধরণের চিরসবুজ ঝোপ, কাঁটাভরা, অনেক ডালপালা, ৬০ সেমি থেকে ২মি উঁচু। পাতা ডিম্বাকার বা আয়তাকার, ২.৫-৪ সেমি লম্বা, রুক্ষ, তীব্রুগন্ধী, কিনার দন্তর। প্রায় সারাবছরই ফুল, পাতার কোলে ও ডাঁটার আগায় ছোট ছোট ছত্রাকার থোকায় সাদা, গোলাপী, লাল, বেগুনী ফুল। সময়ের সঙ্গে ফুলের রঙ বদলায়। ফল গুচ্ছবদ্ধ, গোল, কালো। বীজ ও কলমে চাষ। খাটো গাছের হলুদ ফুলের একটি ভ্যরাইটি আছে। এছাড়া কাঁটাহীন গড়ান ও বেগুনী ফুলের ভ্যারাইটি আছে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
Comments
Post a Comment