ফুলের নাম- স্বর্ণশিমুল, গুলগুল
বৈজ্ঞানিক নাম- Cochlospermum religiosum
পরিবার- Bixaceae
অন্যান্য নাম- Buttercup tree, Yellow slik cotton tree, Golden silk cotton tree
ইন্দো-মালয় প্রজাতি। কোমল কাঠের গাছ, পত্রমোচী, মাঝারী আকার, ৬-১০ মি উঁচু, কান্ড মোটা, ডালপালা কম ও আঁকাবাঁকা, বাকল পুরু ও আঁশালো। পাতা শিমুল গাছের পাতার মতো, করতলাকারে বিভক্ত, ৩-৫ লতি, ৮-১৬ সে চওড়া, বোঁটা লম্বা, ডালের আগায় গুচ্ছবদ্ধ।
বসন্তে নিষ্পত্র গাছে অজস্র হলুদ রঙের ফুল। ফুল সেষে গাছে পাতা গজায়। বড় বড় থোকায় ফুল, ৬-৮ সেমি চওড়া, ৫ পাপড়ির মাঝখানে অনেকগুলি সোনালী পুংকেশর। ফল পেয়ারার গড়ন, ঝুলন্ত, ৫ খন্ডের, বাদামি, ৭-১০*৬-৮ সেমি, ভিতরে তুলা জড়ানো কয়েকটি বাদামি বীজ। বীজে চাষ। দুবছর বয়সই চারাতেও ফুল হয়।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~ নিসর্গী দ্বিজেন শর্মা
ছবি- নেট
Comments
Post a Comment