
Jasmine, Jui Flower
জেসমিন/জুই/যুথি
বৈজ্ঞানিক নাম: 𝑱𝒂𝒔𝒎𝒊𝒏𝒖𝒎 𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒏𝒂𝒍𝒆
বৈজ্ঞানিক নাম: 𝑱𝒂𝒔𝒎𝒊𝒏𝒖𝒎 𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒏𝒂𝒍𝒆
পরিচিতি:
জেসমিন শক্ত চিরসবুজ পত্রঘন লতা। যৌগপত্র ১-পক্ষল, বিজোড়পত্রী, পত্রিকা ৩-৭ টি, ৩-৫ সেমি লম্বা, ভল্লাকার। শীর্ষপত্রিকা দীর্ঘতম এবং গাঢ় সবুজ। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে, ফুল সাদা ও সুগন্ধিযুক্ত। ফুলের দলনল ১.৫ সেমি লম্বা ও মুখ ২ সেমি চওড়া, ৫ টি পাপড়ি।
জেসমিন ইরান, উত্তর ভারত ও চীনেরপ্রজাতি। পাকিস্থানের জাতীয় ফুল।
জেসমিন শক্ত চিরসবুজ পত্রঘন লতা। যৌগপত্র ১-পক্ষল, বিজোড়পত্রী, পত্রিকা ৩-৭ টি, ৩-৫ সেমি লম্বা, ভল্লাকার। শীর্ষপত্রিকা দীর্ঘতম এবং গাঢ় সবুজ। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে, ফুল সাদা ও সুগন্ধিযুক্ত। ফুলের দলনল ১.৫ সেমি লম্বা ও মুখ ২ সেমি চওড়া, ৫ টি পাপড়ি।
জেসমিন ইরান, উত্তর ভারত ও চীনেরপ্রজাতি। পাকিস্থানের জাতীয় ফুল।
Comments
Post a Comment