বনচালতা/আজুলি (মধুপুর)/হারগজা (চট্টগ্রাম)
বৈজ্ঞানিক নাম : Dillenia pentagyna
পরিচিতি:
বনচালতা বড় ও পত্রমোচী গাছ, প্রায় ৩০-৪০ মিটার উঁচু হয়। ডালপালা চারদিকে ছড়ানো থাকে। বনের ভেতরে বসন্তে হলুদ ফুল ফুটিয়ে প্রশান্তি দেয়। শীতে পাতা ঝরে যায়। বসন্তে পাতাহীন গাছ ভরে ওঠে গুচ্ছ গুচ্ছ হলুদ ফুলে। ফুল ফোটে সকালে, ঝরে পড়ে সন্ধ্যায়।
বৈজ্ঞানিক নাম : Dillenia pentagyna
পরিচিতি:
বনচালতা বড় ও পত্রমোচী গাছ, প্রায় ৩০-৪০ মিটার উঁচু হয়। ডালপালা চারদিকে ছড়ানো থাকে। বনের ভেতরে বসন্তে হলুদ ফুল ফুটিয়ে প্রশান্তি দেয়। শীতে পাতা ঝরে যায়। বসন্তে পাতাহীন গাছ ভরে ওঠে গুচ্ছ গুচ্ছ হলুদ ফুলে। ফুল ফোটে সকালে, ঝরে পড়ে সন্ধ্যায়।
Comments
Post a Comment