স্বর্ণচামেলী
বৈজ্ঞানিক নাম: 𝑱𝒂𝒔𝒎𝒊𝒏𝒖𝒎 𝒉𝒖𝒎𝒊𝒍𝒆
বৈজ্ঞানিক নাম: 𝑱𝒂𝒔𝒎𝒊𝒏𝒖𝒎 𝒉𝒖𝒎𝒊𝒍𝒆
পরিচিতি:
এটি Oleaceae পরিবারের গুল্ম জাতীয় একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Yellow Jasmine, Italian Jasmine উল্লেখযোগ্য। উত্তর-পশ্চিম হিমালয়ের প্রজাতি। চিরসবুজ, দক্ষিণ-পূর্ব ইউরোপেও জন্মে। যৌগপত্র ১-পক্ষল, একান্তর, পত্রিকা ৩-৫টি, বিজোড়পত্রী, ডিম্বাকার বা ভল্লাকার। বসন্ত বা গ্রীষ্মে ফুল ফোটে, ডালের আগায় সুগন্ধি সোনালী ফুলের থোকায় সাধারণত ৬টি ফুল থাকে । দলনল ৫ সেমি লম্বা, মুখ ৩ সেমি চওড়া, ৫টি লতি, বাঁকা।
এটি Oleaceae পরিবারের গুল্ম জাতীয় একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Yellow Jasmine, Italian Jasmine উল্লেখযোগ্য। উত্তর-পশ্চিম হিমালয়ের প্রজাতি। চিরসবুজ, দক্ষিণ-পূর্ব ইউরোপেও জন্মে। যৌগপত্র ১-পক্ষল, একান্তর, পত্রিকা ৩-৫টি, বিজোড়পত্রী, ডিম্বাকার বা ভল্লাকার। বসন্ত বা গ্রীষ্মে ফুল ফোটে, ডালের আগায় সুগন্ধি সোনালী ফুলের থোকায় সাধারণত ৬টি ফুল থাকে । দলনল ৫ সেমি লম্বা, মুখ ৩ সেমি চওড়া, ৫টি লতি, বাঁকা।
Comments
Post a Comment