বড়নখা
বৈজ্ঞানিক নাম: Monochoria hastata
পরিচিতি:
বড়নখা প্রথম দেখায় কচুরিপানা মনে হতে পারে। কিন্তু আদতে এগুলো বড়নখা। ছোটপানা নামেও পরিচিত। কচুরিপানার মতো বিলঝিল বা জলাতেই বেশি দেখা যায়। তবে মাটির কাছাকাছি থাকতেই পছন্দ। পাতা বর্শার ফলার মতো তীক্ষ। মঞ্জরিদণ্ড একটু বাঁকা। মাথায় চারপাশে বেগুনি রঙের ফুলগুলো নুয়ে থাকে। ভেতরে থাকে সোনালি রঙের পুংকেশর। একসঙ্গে অনেক ফুল বেশ আকর্ষী।
বৈজ্ঞানিক নাম: Monochoria hastata
পরিচিতি:
বড়নখা প্রথম দেখায় কচুরিপানা মনে হতে পারে। কিন্তু আদতে এগুলো বড়নখা। ছোটপানা নামেও পরিচিত। কচুরিপানার মতো বিলঝিল বা জলাতেই বেশি দেখা যায়। তবে মাটির কাছাকাছি থাকতেই পছন্দ। পাতা বর্শার ফলার মতো তীক্ষ। মঞ্জরিদণ্ড একটু বাঁকা। মাথায় চারপাশে বেগুনি রঙের ফুলগুলো নুয়ে থাকে। ভেতরে থাকে সোনালি রঙের পুংকেশর। একসঙ্গে অনেক ফুল বেশ আকর্ষী।
Comments
Post a Comment