কসমস
বৈজ্ঞানিক নাম Cosmos bipinnatus
পরিচিতি:
কসমস বা মেক্সিকান এষ্টার বলে ডাকা হয়। এটি একটি মাঝারী আকৃতির herbaceous উদ্ভিদ। এটি সাধারণত ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। গোলাপী, সাদা, বেগুনী বংএর হয়ে থাকে। পাতার কিনারাগুলি খাজকাটা থাকে। পূর্ণ সূর্যালোকে এবং কিঞ্চিত ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এর সৌন্দর্যে প্রজাপতি ও কীটপতঙ্গকে সহজেই আকৃষ্ট হয়।
পরিচিতি:
কসমস বা মেক্সিকান এষ্টার বলে ডাকা হয়। এটি একটি মাঝারী আকৃতির herbaceous উদ্ভিদ। এটি সাধারণত ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। গোলাপী, সাদা, বেগুনী বংএর হয়ে থাকে। পাতার কিনারাগুলি খাজকাটা থাকে। পূর্ণ সূর্যালোকে এবং কিঞ্চিত ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এর সৌন্দর্যে প্রজাপতি ও কীটপতঙ্গকে সহজেই আকৃষ্ট হয়।
Comments
Post a Comment