পিয়াল/চিরঞ্জী
বৈজ্ঞানিক নাম- Buchanania lanzan
পরিচিতি:
পিয়াল গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত উচু হয়। পাতা বেশ বড়, লম্বাটে-গোলাকার, ৮/১০ ইঞ্চি লম্বা হয়। ডাল থেকে অসম সজ্জায় পাতা বের হয়। পাতায় ছোট বোঁটা আছে। শাখার আগায় বসন্তে ফুল হয়। ছোট ছোট ফুল। মার্চ মাসে ফল হয়। ফলের রঙ কালো। ছোট ছোট, আধ ইঞ্চির মতো মোটা, লম্বায় এক ইঞ্চির মতো। ফলের ভিতরে এক ইঞ্চির মতো বীজাধার থাকে। একটি বীজাধারে একটি বীজ, শাঁস বাদামের মতো। ছাল ও কাঠ ছাই বর্ণের বা ধূসর। পিয়াল গাছের ছাল, পাতা, আঠা, ফল, বীজ, বীজের তেল বিভিন্ন ঔষধ ও সুগন্ধ দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।
বৈজ্ঞানিক নাম- Buchanania lanzan
পরিচিতি:
পিয়াল গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত উচু হয়। পাতা বেশ বড়, লম্বাটে-গোলাকার, ৮/১০ ইঞ্চি লম্বা হয়। ডাল থেকে অসম সজ্জায় পাতা বের হয়। পাতায় ছোট বোঁটা আছে। শাখার আগায় বসন্তে ফুল হয়। ছোট ছোট ফুল। মার্চ মাসে ফল হয়। ফলের রঙ কালো। ছোট ছোট, আধ ইঞ্চির মতো মোটা, লম্বায় এক ইঞ্চির মতো। ফলের ভিতরে এক ইঞ্চির মতো বীজাধার থাকে। একটি বীজাধারে একটি বীজ, শাঁস বাদামের মতো। ছাল ও কাঠ ছাই বর্ণের বা ধূসর। পিয়াল গাছের ছাল, পাতা, আঠা, ফল, বীজ, বীজের তেল বিভিন্ন ঔষধ ও সুগন্ধ দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।
Comments
Post a Comment